
- Select a language for the TTS:
- Bangla Bangladesh
- Bangla Bangladesh Male
- Bangla India Female
- Bangla India Male
- Language selected: (auto detect) - BN
Play all audios:
মেঘনায় চাল ও গ্যাস সিলিন্ডার নিয়ে ট্রলারডুবি নোয়াখালীর হাতিয়ার চানন্দি ইউনিয়নের ক্যারিংচর সংলগ্ন মেঘনা নদীতে সরকারি চাল ও গ্যাস সিলিন্ডার নিয়ে একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায়
ট্রলারের মাঝিসহ পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, হাতিয়া হরনী ইউনিয়নের চেয়ারম্যান ঘাট থেকে ৫০টি গ্যাস
সিলিন্ডার ও ১৫৯ মেট্রিক টন সরকারি চাল নিয়ে ‘আল্লাহর দান’ নামের একটি ট্রলার তমরুদ্দিনের উদ্দেশ্যে রওয়ানা হয়। ট্রলারটি ক্যারিংচর এলাকায় মেঘনা নদীর প্রবল স্রোতে ডুবে যায়। ট্রলারটিতে মাঝি ও
মাল্লা ছাড়া কোনো যাত্রী ছিল না। তাদের পাশ্ববর্তী একটি ট্রলার এসে উদ্ধার করে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত জানান, ডুবে যাওয়া ট্রলারের মালামাল
উদ্ধারের চেষ্টা চলছে।