
- Select a language for the TTS:
- Bangla Bangladesh
- Bangla Bangladesh Male
- Bangla India Female
- Bangla India Male
- Language selected: (auto detect) - BN
Play all audios:
কাজিপুরে দুই ইয়াবাকারবারী আটক সিরাজগঞ্জের কাজিপুর থানাপুলিশ অভিযান চালিয়ে দুই ইয়াবা কারবারীকে আটক করেছে। এসময় তাদের নিকট থেকে ৪০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলো উপজেলার সাতকয়া
গ্রামের ওসমান গণির পুত্র খাইরুল আলম (২২), ও ধুনট উপজেলার খাটিয়ামারী গ্রামের আলম সেখের পুত্র রাজু শেখ (২২) । থানাসূত্রে জানা গেছে, গোপনসূত্রে সংবাদ পেয়ে উপজেলার হাজরাহাটি ব্রীজ এলাকা থেকে
মঙ্গলবার( ৯ মার্চ) রাতে ওই দুই আসামীকে আটক করা হয়। কাজিপুর থানার অফিসার ইন চার্জ পঞ্চনন্দ সরকার জানান, ‘আটককৃতদের বুধবার( ১০ মার্চ) দুপুরে মামলা দিয়ে আদালতে পাঠিয়ে দেয়া হয়েছে।’