
- Select a language for the TTS:
- Bangla Bangladesh
- Bangla Bangladesh Male
- Bangla India Female
- Bangla India Male
- Language selected: (auto detect) - BN
Play all audios:
হলিউডে নিজের পরবর্তী ছবির ঘোষণা দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। ছবির নাম ‘টেক্স ফর ইউ’। এটি জার্মান ছবি ‘এসএমএস ফর ডিচ’র রিমেক। হৃদয় ভাঙা দুই নর-নারীর ফের প্রেমে পড়া নিয়ে লেখা উপন্যাসের অবলম্বনে
নির্মিত হয়েছিল ছবিটি। ‘টেক্স ফর ইউ’ ছবিটির সঙ্গে যুক্ত হয়েছেন গ্র্যামিজয়ী শিল্পী সেলিন ডিওন। পরিচালক ও চিত্রনাট্যকার হিসেবে আছেন জিম স্ট্রাউজ। ছবিতে প্রিয়াঙ্কার সহশিল্পী স্যাম হিউগান। ২৮
অক্টোবর প্রিয়াঙ্কার নতুন ছবি ‘দ্য হোয়াইট টাইগার’ এর ট্রেলার প্রকাশিত হয়েছে। ছবিটি মুক্তি পাবে আগামী ২২ জানুয়ারি। ছবিতে প্রথমবারের মতো বলিউড তারকা রাজকুমার রাওয়ের সঙ্গে জুটি বেঁধেছেন
প্রিয়াঙ্কা। অরবিন্দ আদিগার লেখা ম্যান বুকার পুরস্কার জয়ী ‘দ্য হোয়াইট টাইগার’ অবলম্বনে ছবিটি নির্মাণ করা হয়েছে। সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন