
- Select a language for the TTS:
- Bangla Bangladesh
- Bangla Bangladesh Male
- Bangla India Female
- Bangla India Male
- Language selected: (auto detect) - BN
Play all audios:
যশোর সদরের ফরিদপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে গতিরোধ করে হত্যার উদ্দেশ্যে মারপিট, গুরুত্বর জখম, চুরি ও প্রান নাশের হুমকির ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। ফরিদপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত
আক্কাচ আলী গাজির ছেলে নুর ইসলাম (৫৫) বাদি হয়ে শনিবার (২৭ মার্চ) মামলা করেন। মামলায় একজনের নাম উল্লেখসহ অজ্ঞাত নামা ২/৩ জনকে আসামি করা হয়। মামলার আসামিরা হচ্ছে একই গ্রামের মৃত কাছেদ গাজির
ছেলে আশাফুল ইসলাম (৪২)। মামলায উল্লেখ করা হয় আসামিদের সাথে বাদি পক্ষের পূর্ব শত্রুতা রয়েছে। পূর্ব ত্রুতার জের ধরে বাদি পক্ষকে আসামিরা ক্ষয়ক্ষতি করার হুমকি দিয়ে আসছিলো। এরই ধারাবাহিকতায় ২৪
মার্চ সকালে বাদি নুর ইসলামের ছোট ভাই নুরুজ্জামান আসামি আশাফুলের কলাবাগানের পাশে কাঁচা রাস্তার উপর পৌছুলে কলাগাছ খাওয়াকে কেন্দ্র করে আসামিরা নুরুজ্জামানের গতিরোধ করে। এরপর আসামিরা সংঘবদ্ধ হয়ে
বাশের লাঠি, লোহার রড, ধারালো হাসুয়া নিয়ে নুরুজ্জামানকে গালিগালাচ করে। নুরুজ্জামান এর প্রতিবাদ করলে আসামি আশাফুল ধারালো হাসুয়া দিয়ে হত্যার উদ্দেশ্যে তাকে কোপ মারে। নুরুজ্জামান সরে গেলে ডান
হাতের ডানায় কোপ লেগে গুরুত্বর জখম হয়। এ সময় অজ্ঞাত নামা আসামিরা বাঁশের লাঠি দিয়ে এলাপাতাড়ি মারপিট করে নুরুজ্জামানকে মাটিতে ফেলে দেয়। নুরুজ্জামান মাটিতে পড়ে গেলে আশাফুল পকেট থেকে ১৫ শ ৬০ টাকা
নিয়ে নেয়। নুরুজ্জামানের চিৎকারে তার ছেলে রোকনুজ্জামান এগিয়ে গেলে তাকেও মারপিট করে আহত করে। পরে স্থানীয় যেয়ে এগিয়ে গেলে আসামিরা হত্যার হুমকি দিয়ে চলে যায়। এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা
ওয়াহিদুজ্জামান জানান, আমি এখনো মামলা পায়নি। আসামিও আটক হয়নি। মামলা পেলে আসামি আটকের জন্য অভিযান চালাবো।