- Select a language for the TTS:
- Bangla Bangladesh
- Bangla Bangladesh Male
- Bangla India Female
- Bangla India Male
- Language selected: (auto detect) - BN
Play all audios:
চাঁদপুরের ফরিদগঞ্জে ২ বছরের এক শিশু কন্যা ধর্ষণের শিকার হয়েছে। চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ওই শিশুকে ধর্ষণের অভিযোগে ছিদ্দিক বেপারি (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে
উপজেলার রূপসা এলাকার জামালপুর গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১২ মার্চ) দুপুরে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের জামালপুর গ্রামে শিশুটিকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে একই
বাড়ির বৃদ্ধ মো. ছিদ্দিক বেপারি তার বসত ঘরে নিয়ে ধর্ষণ করে। শিশুটির কান্না শুনে তার মা ওই বৃদ্ধের ঘরে ঢুকে মেয়েটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় ওই বৃদ্ধের বিরুদ্ধে শনিবার নারী ও শিশু
নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়েছে। ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানিয়েছেন, শিশুটিকে ধর্ষণের অভিযোগ পেয়ে আমরা ধর্ষক ছিদ্দিক বেপারীকে গ্রেফতার করেছি এবং ধর্ষণ আইনে
নিয়মিত মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।